নরসিংদী জেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের ঐতিহ্যময় দোয়ানী বাজার বনিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মাধবদী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন।
এর আগে রবিবার ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি আত্মপ্রকাশ পায়।
কমিটির অন্যরা হলেন,
সাধারন সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ ডাক্তার আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি ডাক্তার ফরহাদ মিয়াহ, সহ-সভাপতি মোঃ ইউনুছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু কালাম, সহ সাধারণ সম্পাদক, আব্দুস সালাম মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ মমিন আলী, অডিটর মোহাম্মদ শুক্কুর আলী মাস্টার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, সদস্য বৃন্দ ডাক্তার মোঃ আক্তার হোসেন মোহাম্মদ, কালাই মিয়া মেম্বার, ডাক্তার মোহাম্মদ আনিস মিয়া, আব্দুল মতিন, হাজী মোঃ হযরত আলী, মোঃ আবু কালাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম টুকু মিয়া, রবি চন্দ্র দাস , মোহাম্মদ অলি প্রধান, মোঃ আলাউদ্দিন (দোয়ানি), মোঃ আলাউদ্দিন (নোয়াব পুর)।
এলাকাবাসীরা জানান, নির্বাচিত সভাপতি কে তারা আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকে প্রত্যাশার করার কথা ব্যক্ত করেন।
সভাপতি দেলোয়ার হোসেন জানান,আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত ব্যবসায়ীদের প্রতি যারা আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য যোগ্য বলে মনে করেছেন। আমি চেষ্টা করব সর্বোচ্ছ দিয়ে চেষ্টা আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে।