মেহেরপাড়া ইউনিয়ন এক নংওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলহাজ মাহবুবুল হাসান চেয়ারম্যান ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার ১২ জানুয়ারি (২০২১) টূর্নামেন্টে উদ্বোধন করা হয়।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহিন ।
মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমাদের ছাত্র ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার অন্যতম পথ খেলাধুলা, অবসর সময়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে, বাজে কোন চিন্তাভাবনা মাথায় আসার সুযোগ থাকে না, তাই ছাত্র ও যুব সমাজকে সমৃদ্ধ সুস্থ-সুন্দর সমাজ গড়তে খেলাধুলায় উৎসাহিত করতে হবে, জীবন ধ্বংসকারী মাদক যেন স্পর্শ করতে না পারে, মাদক একটি মানুষের জীবন নষ্ট করে না, তার পাশাপাশি একটি পরিবারকে ধ্বংস করে দেয়, তাই সকলের সচেতন থাকতে হবে, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবদী কলেজ ছাত্রলীগের আহবায়ক মামুন জন, যুগ্ন-আহবায়ক শরীফ হোসেন অপু, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব রাহাত ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, নুরালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।