নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদের প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামীলীগ। প্রথমে দলের মনোনয়ন পাওয়া মেয়র লোকমান হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী আশরাফ হোসেন সরকারকে বাদ দিয়ে নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
গত (১৩ জানুয়ারি ) বুধবার রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় মনোনয়ন তালিকায় আশরাফ হোসেন সরকারের নাম প্রকাশ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন বাতিল করে নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়।